১৯ নভেম্বর ২০১২

আজ সম্পাদকীয় নয়,কবি মেসবাহ মিঠুর প্রিয় একটা লালন গান দিয়ে শুরু করছি আক্ষরিক শিল্প ও সাহিত্য চতুর্থ সংখ্যা। প্রিয় কবির ১৪ টা কবিতা নিয়ে এই আয়োজন। ২০ শে নভেম্বরে ২০১১ কবি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।

আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়
নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই
পারে লয়ে যাও আমায়...
আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়
পারে লয়ে যাও আমায়...
অগতির না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি
ফকির লালন কয় অকুলের পতি কে বলবে তোমায়
পারে লয়ে যাও আমায়...!



কতটা বর্বর হলে প্রাগৈতিহাসিক বলা যায়

কতটা বর্বর হলে প্রাগৈতিহাসিক বলা যায়

কতটা বর্বর হলে প্রাগৈতিহাসিক বলা যায় ?
মানিক বন্দোপাধ্যায় ভালো জানেন
চোখ বন্ধ করে, কিম্বা জৈবিকতার রসদে,
জীবন প্রদান যাদি সহজ হয়...
তবে আমাদের কিছুই বলার নেই
উচছনে যাক মানব জীবন থেকে পাওয়া
অন্ধকার অথবা আলোর সমিকরন

[akkhorik@2011]

অবরুদ্ধ অনুশাসন

অবরুদ্ধ অনুশাসন

বাক্যালাপে অনায়ত (অসংযত) অদ্বৈয়বাদী মানব তুমি
অনিত্য পার্থিব চিন্তা চেতনার অধিকারি

সীমন্তনী তোমার চেতনায় দিগ্বস্ত্র
প্রগলভতায় আড়ষ্ট নও তুমি
সতীর্থদের দ্বারে

ধুমযোনী মিশ্রিত স্নাত আকাশ আর নক্ষত্রনাথ
স্বাক্ষী তোমার প্রগলভতার

নবছিদ্র কামুকতায় বিভৎস লোভী চোখ
শাস্ত্রবিদ্যা ভূলে.... শরীর উন্মত্ত (বাক্যালাপ)
 
অদৃ্শ্যের হাতছানিতে মানব তুমি
সপ্তাহান্তে নিবিড় ধর্মচারী

[akhorik@2011]

অনন্ত মৃত্যূস্বাদ

অনন্ত মৃত্যূস্বাদ

যেদিন পৃথিবীর বানিজ্যিক আইন গুলো ছেড়ে
মৃত্যু নামক মহাসত্য কে গ্রহণ করবে
স্থান নেবে প্রকৃতির উর্দ্ধে

সেদিন ও তোমার প্রাক্তন অবস্হানে গল্প জমবে,
সুউচ্চ অট্রালিকা মাথা তুলে দাঁড়াবে সগৌরবে
আকাশ আড়াল করে

নিত্যদিনকার মত ধর্ম অধর্ম হবে
নব্য ভালবাসা অনুভবকারী যুবক
রক্তাক্ত হবে

রক্তাক্ত ভালবাসায় বুকের উঠোন সিক্ত হয়ে
ভালবাসাবাসি জগতে প্রবেশ করবে
অসংখ্য চাঁদ সূর্য

প্রকৃতি রক্ষায়, প্রকৃতির দাবী পূরণে
অগণিত জীব ধারণ করবে
নারীর জরায়ু

কেউবা উদগীরণ করবে নতুন জঞ্জাল
কিছু মূহর্ত অনন্ত, অনন্তের ধারক হয়ে
তোমার অনুভূতি তে,

অনন্ত মৃত্যূ স্বাদ......।।

[akkhorik@2011]

গোপন প্রেমিক ও বালিকা যখন একই অবস্থানে

গোপন প্রেমিক ও বালিকা যখন একই অবস্থানে

চাঁদের বাম পাশে বালিকার মুখ (পুণিমায়)
অমাবস্যায়...?
সুর্যের ডান পাশে বালিকার মুখ (দিন)
সুর্য ডুবে গেলে...?

কোথায় থাকতে চায়?
বালিকার ভালোবাসাবাসি দুরন্ত মানবিক মন

আমার বালিকা চাতকী হয়ে ওঠে
সময়ের দাবীতে

আছি আমি আগের মতই
শুধু বদলেছে কিছু বোধ
গোপন প্র্রেমিকের সাথে মিলেমিশে একাকার
বালিকার মুখ

কে গোপন প্রেমিক?
কে বালিকা?
প্রশ্ন বোধকে হারায় বালিকার মুখ
আর এই প্রশ্নে কবি প্রশ্নবিদ্ধ

 [akkhorik@2011]

 

মহাকাল ব্যাপিয়া অমোঘ সত্য

মহাকাল ব্যাপিয়া অমোঘ সত্য

এক জীবনে মানুষ কতটি গান শোনে
জানা হবে না
কতটি মৃত্যু কে ভাঁজ করে রাখতে হয়
মস্তিষ্কের চিলেকোঠায় স্মৃতির ভাণ্ডারে

কতটা সময় ইতিহাস হয়
কতটুকু সময় বন্দী হয়
সৃষ্টির আবাহনে.....

কতটা মৃত্যু দেখে বোধ জাগে
অন্তরের গভীরতম পাদদেশে
মৃত্যু সত্য, মৃত্যু সত্য
ফুরিয়ে যাচ্ছে সব, যাবে সব ।।

 [akkhorik@2011]

আমি ও ভণ্ড অনকের মত


আমি ও ভণ্ড অনকের মত

অন্ধকারে যোনির ভেতর লুকাতে চেয়েছি বহুবার
জীবন বাবু আমার আগেই উপস্হিত সেথায়
লালনের দ্বারে লুকাতে চেয়েছি,
লুকোতে চেয়েছি বহুরুপী গোপন প্রেমিকের
অনন্ত যাত্রায়......

লালন আশ্রয় লয় (সিরাজ শাঁই)
গোপন প্রেমিক তাঁর প্রেমিকের কাছে

মানুষ খুঁজেছি লুকাতে, সকলি পুর্ণ অন্ধকারে
তবু ও বাঁচতে হয়
মানুয় খুঁজি অজান্তেই
পাড়ি দিতে হয় "লক্ষ চুরাশি"
হৃদয়ে আলো জ্বালতে হয়
কারণে অকারণে.....

কথার ভণ্ডামীতে কাব্যিকতায় ক্ষত বিক্ষক্ত
পুঁজিবাদীয় শরীর আমার দীপ্ত শপথে প্রজ্বিলিত
আমার আমি যেতে চায় বহুদূর
চুড়ান্ত ঘুমের আগে......

[akkhorik@2011]

মানুষ বাঁধা পড়ে কথার শক্তিতে

মানুষ বাঁধা পড়ে কথার শক্তিতে

যেখানটাতে দাঁড়িয়ে এই আমি,আমরা স্বার্থপর হয়ে উঠি ভীষণভাবে
আপনাকে তুমি, তোমাকে এবং তুমি কে তুই বলতে ইচ্চা হয়
ঠিক এখানটাতে জয়ী হতে চাই.... এই আমি, আমরা
"হারতে কার ভালো লাগে বল
জিততে চায় সবাই",.....
কথার শক্তিতে, কথা দিয়ে রুখে দেয়ার শক্তিতে
বাঁধা পড়া সময়ের দাবীতে

 [akkhorik@2011]

আমার চেতনায় অন্ধকার

আমার চেতনায় অন্ধকার

সৃষ্টি তপস্যায় মগ্ন, অন্যমনা, ধ্যান, জ্ঞান, অন্যভূতি
তাত্বিক জ্ঞানে পারদশী
একান্ত আকাংখায়, ইচ্ছের দরজায় উন্মুখ থাকার প্রচেষ্টায়
বিনিদ্র্র রাত....
আঙ্গুলের ফাঁকে পুড়ে যাওয়া অজস্র কপোট সময়

সৃষ্টিতে আমি বন্দীর আবাহনে পর কে আপন
আপনা কে পর
ফুসফুসে ধোঁয়ার আসর
অস্হিরতা, কামনা, বাসনার ছড়াছড়িতে ভষ্মীভূত
অতিমানবীয় বৈরাগ্যবাদীতায়

মুক্ত হওয়য়ার আশ্বাসে আপনার ভূলে
আপন ছায়ায় চিতা জ্বালায়ে....
বিষন্নতার দুয়ারে আঘাত, পূনরায় বিষন্নতায়
অতি মানবিক চিন্তা চেতনায় সচেষ্ট

ভ্রান্ত পথিক, আমি বন্দনায় প্রশ্নবিদ্ধ হয়ে
"লক্ষ চুরাশিতে দশ বিসর্জন"
রক্তের উচছাস গ্রহণ বর্জন, দন্দ ছন্দ,
সীমাহীন অশান্তি, বাস্তবিকতার ঊর্দ্ধে কিংবা অধেঃ,
সঠিকতার অনেক পেছনে
 
অতিমানবের "বরজখ" বন্দী করে চাই....
অসীমত্তের উপলদ্ধিত্ব জ্ঞান,
তবু বোধসত্বের জ্ঞান অন্বেষণে
স্ব- বিষ্মিত এই আমি টের পাই.....
আমার চেতনায় অন্ধকার

[akkhorik@2011]

সত্যের সওদার

সত্যের সওদার

সত্যের সওদার
সত্য বেছে জলের দামে
মিথ্যাতেও শুদ্ধতা খুঁজে
ঈগল চক্ষু দু চোখ বুঁজে

ভালবাসতে পারে বলে ভালবাসে
আলগোছে ভেসে যাওয়া ঝিলের মত
শব্দের জোড়াতালিতে কাব্যিক শক্তি আছে যত

[akkhorik@2011]

তিনটি বর্ণমালা ও একটি নির্ঘুম রাত


তিনটি বর্ণমালা ও একটি নির্ঘুম রাত

কিছু শব্দ ওলট পালট করে দেয়
সব কথার সাতকাহন

বুকের ঘর দোর প্লাবিত করে
চরম ক্রোধে অবনমন

বধির করে দেয় মান অপমান বোধ,
শুধু থাকে, ইন্দ্রজাল জুড়ে নীরবতা,
অভিযোগ বিহীন দাম্ভিকতায়
চারিত্রিক সরলতা

নদী ভাঙ্গে, পাজর ভাঙ্গে,
জোয়ার ভাটার মধ্যমায়
শংখ চিল নীড়ে ফিরে,
শংখ ভালবাসার নতুন ভঙ্গিমায়..........

[akkhorik@2011]

বাঁকের পাশ্বর্ব্তী নারী

বাঁকের পাশ্বর্ব্তী নারী

যেদিন ...
লাগবে আগুন মহাশূন্যের চিলেকোঠায়
গুটিয়ে নেব সব
ব্যস্ত নদী, মরা নদী
উজ্জল চাঁদ, মরা চাঁদ ও

বাঁকের পাশ্বর্ব্তী নারী কে ও

[akkhorik@2011]

ছুরাত হাল

ছুরাত হাল

বন্ধু নয়, সুকৌশলে অর্জন, তুই নয়,
তুমিতে স্থায়ী, এলোমেলা দর্শন বিতণ্ডায়
মূর্খ সময়

 
বিশৃংখল সব অতিমানবীয় জাগ্রত বোধ
ঋণী নয়, ঋণী করতে উন্মূখ
সভ্য হওয়ার আড়ালে অসভ্যতা স্হায়ী
জটিল তত্ত্ব পেছনে ফেলে
স্থিরতার আশায় মানুষ

আনন্দ উন্মত্ততায় অগ্র্রহী মন পড়ে রয়
"বৈরাগ্যবাদ" মানব মূখ দর্শনে
শাসিত নয়, শাসনে নয়, আমরা বাঁধা পড়ি
আর করি....
নিজেদের বহুদিনকার লালায়িত অভ্যাসের "ছুরাত হাল"

[akkhorik@2011]

মহাশূন্যএয়ী

মহাশূন্যএয়ী

অপার্থিব অন্ধকারের
মহাশূন্যএয়ী
এই আমাদের চেতনশুদ্ধ
পার্থিব জ্ঞান
আমরা অস্বীকার করতে চাই........

[akkhorik@2011]

শরীর বন্দনা


শরীর বন্দনা

কে ভার বহন করবে
তোমার ঠোঁট
তোমার স্তন
তোমার জরায়ূ ?

কে ভার বহনে আগ্রহী

প্রতিটি শ্বাস
প্রতিটি মূ্হুর্ত
প্রতিটি অনূর্বর শরীর ?

কে ভার বহন করবে শেষবধি
তোমার উর্বর শরীর
তোমার উর্বর জরায়ূ

বৃষ্টি নামবে কি
তোমার আমার
আমাদের শরীরে.........

[akkhorik@2011]