১৯ নভেম্বর ২০১২

মহাকাল ব্যাপিয়া অমোঘ সত্য

মহাকাল ব্যাপিয়া অমোঘ সত্য

এক জীবনে মানুষ কতটি গান শোনে
জানা হবে না
কতটি মৃত্যু কে ভাঁজ করে রাখতে হয়
মস্তিষ্কের চিলেকোঠায় স্মৃতির ভাণ্ডারে

কতটা সময় ইতিহাস হয়
কতটুকু সময় বন্দী হয়
সৃষ্টির আবাহনে.....

কতটা মৃত্যু দেখে বোধ জাগে
অন্তরের গভীরতম পাদদেশে
মৃত্যু সত্য, মৃত্যু সত্য
ফুরিয়ে যাচ্ছে সব, যাবে সব ।।

 [akkhorik@2011]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন