
তোমার তো বয়স হয়েছে
পেয়েছো এখনো রত্ন ভান্ডারের চাবি ?
কোষবদ্ধ তরবারি কেঁপে কেঁপে ওঠে
অনেক ছোবল দাঁতে শুয়ে থাকে বিষধর সাপ
কতোবার নীবিবন্ধ খুলে খুলে গেছে
দায়ূদ মানেনি কোন বৎশেবার বাঁধা
এখনো শিকারী তুমি , রক্তে সেই বাঁধভাঙা নাচ
অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে ফোঁটা ফোঁটা ঝরে
ক্ষমাহীন নি:শব্দ গরল
ভালো লাগলো।
উত্তরমুছুনভীষণ ভালো লাগলো
উত্তরমুছুন