১৫ ডিসেম্বর ২০১২

বিলকিস আরা ক্ষমা


বাংলার মাটি 

বাংলা আমার ভাষা
বাংলা আমার কণ্ঠস্বর
বাংলা আমার স্বর্গউদ্যান
বাংলার মাটি আমার মায়ের কোল

একাত্তরে কিছু স্বৈরাচারীর দল ভয়ংকর এক কালো রাত্তির
পর্দা ভেদ করে ঢুকে পরেছিল সবুজে সবুজে ঘেরা বাংলার
এই ছুট্ট একটি স্বর্গ উদ্যানে...

একটু একটু করে গ্রাস করতে চেয়েছিল ওরা আমার বাংলা
মায়ের কোঁল
একাত্তরের এক অলস দুপুরে ওরা আমার মা- বোনের সম্ভ্রম
কেরে নিয়ে নগ্ন উল্লাসে উচ্চকণ্ঠে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলেছিল
আহ কি অপরুপ তৃপ্তি এই বাংলার নারী......

কেঁদে উঠেছিল একাধারে শত শত লাঞ্ছিত জননী,
ধর্ষিতা আবলা নারী...
স্বাধীনতার আজ চল্লিশ বছর,
কোথায়...আজ ও কি স্বাধীন এই বাংলাদেশ ???
আজ ও এই সোনার বাংলায় তৃষ্ণা কাতর হিংস্র কিছু কুকুরের
লালার বীজ রুপন হচ্ছে এই বাংলার মাটিতে।।

বাংলার মাটি হয় আজ ও গর্ভবতী...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন