১৯ নভেম্বর ২০১২

কতটা বর্বর হলে প্রাগৈতিহাসিক বলা যায়

কতটা বর্বর হলে প্রাগৈতিহাসিক বলা যায়

কতটা বর্বর হলে প্রাগৈতিহাসিক বলা যায় ?
মানিক বন্দোপাধ্যায় ভালো জানেন
চোখ বন্ধ করে, কিম্বা জৈবিকতার রসদে,
জীবন প্রদান যাদি সহজ হয়...
তবে আমাদের কিছুই বলার নেই
উচছনে যাক মানব জীবন থেকে পাওয়া
অন্ধকার অথবা আলোর সমিকরন

[akkhorik@2011]

1 টি মন্তব্য:

  1. সভ্যতার সীমান্তে অধুনা বর্বরতা প্রাগৈতিহাসিকতাকে ও লজ্জিত জীবন

    উত্তরমুছুন