১৯ নভেম্বর ২০১২

আমি ও ভণ্ড অনকের মত


আমি ও ভণ্ড অনকের মত

অন্ধকারে যোনির ভেতর লুকাতে চেয়েছি বহুবার
জীবন বাবু আমার আগেই উপস্হিত সেথায়
লালনের দ্বারে লুকাতে চেয়েছি,
লুকোতে চেয়েছি বহুরুপী গোপন প্রেমিকের
অনন্ত যাত্রায়......

লালন আশ্রয় লয় (সিরাজ শাঁই)
গোপন প্রেমিক তাঁর প্রেমিকের কাছে

মানুষ খুঁজেছি লুকাতে, সকলি পুর্ণ অন্ধকারে
তবু ও বাঁচতে হয়
মানুয় খুঁজি অজান্তেই
পাড়ি দিতে হয় "লক্ষ চুরাশি"
হৃদয়ে আলো জ্বালতে হয়
কারণে অকারণে.....

কথার ভণ্ডামীতে কাব্যিকতায় ক্ষত বিক্ষক্ত
পুঁজিবাদীয় শরীর আমার দীপ্ত শপথে প্রজ্বিলিত
আমার আমি যেতে চায় বহুদূর
চুড়ান্ত ঘুমের আগে......

[akkhorik@2011]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন