১৯ নভেম্বর ২০১২

তিনটি বর্ণমালা ও একটি নির্ঘুম রাত


তিনটি বর্ণমালা ও একটি নির্ঘুম রাত

কিছু শব্দ ওলট পালট করে দেয়
সব কথার সাতকাহন

বুকের ঘর দোর প্লাবিত করে
চরম ক্রোধে অবনমন

বধির করে দেয় মান অপমান বোধ,
শুধু থাকে, ইন্দ্রজাল জুড়ে নীরবতা,
অভিযোগ বিহীন দাম্ভিকতায়
চারিত্রিক সরলতা

নদী ভাঙ্গে, পাজর ভাঙ্গে,
জোয়ার ভাটার মধ্যমায়
শংখ চিল নীড়ে ফিরে,
শংখ ভালবাসার নতুন ভঙ্গিমায়..........

[akkhorik@2011]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন