১৯ নভেম্বর ২০১২

ছুরাত হাল

ছুরাত হাল

বন্ধু নয়, সুকৌশলে অর্জন, তুই নয়,
তুমিতে স্থায়ী, এলোমেলা দর্শন বিতণ্ডায়
মূর্খ সময়

 
বিশৃংখল সব অতিমানবীয় জাগ্রত বোধ
ঋণী নয়, ঋণী করতে উন্মূখ
সভ্য হওয়ার আড়ালে অসভ্যতা স্হায়ী
জটিল তত্ত্ব পেছনে ফেলে
স্থিরতার আশায় মানুষ

আনন্দ উন্মত্ততায় অগ্র্রহী মন পড়ে রয়
"বৈরাগ্যবাদ" মানব মূখ দর্শনে
শাসিত নয়, শাসনে নয়, আমরা বাঁধা পড়ি
আর করি....
নিজেদের বহুদিনকার লালায়িত অভ্যাসের "ছুরাত হাল"

[akkhorik@2011]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন