১৯ নভেম্বর ২০১২

অবরুদ্ধ অনুশাসন

অবরুদ্ধ অনুশাসন

বাক্যালাপে অনায়ত (অসংযত) অদ্বৈয়বাদী মানব তুমি
অনিত্য পার্থিব চিন্তা চেতনার অধিকারি

সীমন্তনী তোমার চেতনায় দিগ্বস্ত্র
প্রগলভতায় আড়ষ্ট নও তুমি
সতীর্থদের দ্বারে

ধুমযোনী মিশ্রিত স্নাত আকাশ আর নক্ষত্রনাথ
স্বাক্ষী তোমার প্রগলভতার

নবছিদ্র কামুকতায় বিভৎস লোভী চোখ
শাস্ত্রবিদ্যা ভূলে.... শরীর উন্মত্ত (বাক্যালাপ)
 
অদৃ্শ্যের হাতছানিতে মানব তুমি
সপ্তাহান্তে নিবিড় ধর্মচারী

[akhorik@2011]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন