আহমেদ মুনীর 
এই গোধূলী সন্ধ্যায়
 টিপ টিপ বরষায়
 বনজ মৃত্তিকা মায়ামোহ ঘ্রাণে
 একাকী অঙ্গনে
 তোমাকে খুঁজি আমি আকাশে
 মহাকাশে চারধারে
 পাওয়া না পাওয়ার ছলে
 কোথায় কেমন আছো প্রাণপ্রিয়তমা ।।
 
তোমার রসে ভরা বঙ্গজ ঠোঁট
 তুলতুলে গাল
 বড় বড় চোখ
 মধুতে মাখা বুকের জল
 রূপালী আধান বাহুডোর
 সৈকতে শোঁ-শোঁ অনন্ত আহ্বান
 মহাসৃষ্টির গুম গুম রণন
 বালুচর
 আর জ্যোৎস্নামাখা নরম শরীর
 আমাকে টানে যখন তখন তোমার
 দিকে ভীষণ ভীষণ
 পাওয়া না পাওয়ার ছলে
 কোথায় কেমন আছো প্রাণপ্রিয়তমা।।
আহমেদ মুনীর,
উত্তরমুছুনআপনার কবিতা টি যথার্থই সুন্দর হয়েছে। আপনাকে এখানে পাশে পেয়ে আনন্দিত হলাম। ভালবাসা ও শুভেচ্ছান্তে -
সমর কুমার সরকার/ শিলিগুড়ি
দারুণ কবিতা।ভাল লাগল
উত্তরমুছুন