৩১ আগস্ট ২০১২

সরদার ফারুক

ব্রতকথা

শিশুদের বই থেকে বেরিয়ে এসেছে কিছু টিনের সেপাই
আবার মন্ত্রণা দেয় - ‘ চলো ’
বর্ণান্ধের মতো আমি কালো-সাদা লাল-নীল গুলিয়ে ফেলেছি ।

ফিরোজার বুকে সুপুরি ওঠার আগে কতো লিখেছি দেয়ালে
পুলিশের দিকে ঢিল ছুঁড়ে দেয়াল টপকে পালিয়ে এসেছি
কতোবার ঘামে ভেজা শার্ট গায়ে শুকিয়েছে
ঘাটের কুলিকে ডেকে শুনিয়েছি লাল ইস্তেহার ।

সারাদিন রোদে ঘুরে কালিজিরা নদী ,আশ্চর্য পাখির ডাক
পাগল কবিতা ছেঁড়া পকেটে রেখেছি ।

বার বার ভেসে গেছে প্রতিজ্ঞার ভেলা
সামাজিক নাগিনীরা ছল করে কখনো এসেছে
রথের মেলায় শেখা অসভ্যতা ভুলিনি তখনো ।

দাড়িওয়ালা কিছু লোক শেকল ভাঙার কথা বলে
টেনে নিয়ে গেছে এক বিরান রাস্তায় ;
ঢাকের শব্দের সাথে আসেনি উৎসব
শীতলাখোলার মোড়ে নির্জন মন্দিরে
জোগাড় করেছি কিছু দেশি বোমা , আদিম বন্দুক ।

কিছুই ঘটেনি - শুধু বুড়িয়ে গিয়েছে
বেমানান রাগী যুবকেরা , প্রবল বিদ্রুপে কেউ
কবি বলে ডাকে ।

ব্রতকথা থেকে বেরিয়ে এসেছে কথক ঠাকুর
কী এমন কথা আছে আমাকে শোনাবে !

1 টি মন্তব্য: