৩০ সেপ্টেম্বর ২০১২

নৈরিৎ ইমু

অভিশাপ

আমার আদি অন্তঃ অবগত হয়েও
ক্রন্দনরত প্রার্থণা করেছ নামজ্ঞুর !
যতটা তোমাকে মহানুভব ভাবি -
তার চেয়েও বেশী নির্দয় তুমি ।
অতল সমূদ্রসম ভাবনার অসীমত্বে ;
দাবীদার তুমি সর্বত্র বিরাজমান
তবে কী শুনতে পাও না আর্তনাদ ?
কিংবা প্রলাপে নির্গত বাক্য কন্ঠে
কতটা বিষাদ ! কতটা নির্মম !
...
দেখ না তুমি বদ্ধ উদ্মাদ উত্তাল .....।
এই মহিমান্বিত রাতের কসম
তাকেও শূণ্যতার জীবন করো দান
যেমন অপূর্ণ রেখে দিলে আমায় ।
সর্বোত্তম রাতের শপথ রেখে বলি ;
আমার শেষ অস্রু ফোঁটা অচিরেই -
অভিশাপ হয়ে যাবে তাহার তরে ।
আগ্নেয়গিরি উত্তপ্ত লাভা সমেত বক্ষ পিন্জর
জ্বলে যাক , পুড়ে যাক .....
তার ছাইটুকু মুঠো ভরে উড়াবো আমি ।
বর্ষ চক্র ঘুরে ফিরে আসে এই রাত
একই নক্ষত্রের মাঝে পরিচিত চাঁদ
শুধু ফেরাতে পারি নি সেই মন !
আমার অবুঝ অবাধ্য একটা মন ।

২টি মন্তব্য: