৩০ সেপ্টেম্বর ২০১২

আব্দুল্লাহ্ জামিল


ব্যকুল হৃদয়

হিমেল হাওয়া শির শির
দখিন বাতাস ঝির ঝির
পাতার শব্দ মর মর
খড়ের শব্দ খর খর
বতাসের সুর শন শন
ভ্রমরে গুঞ্জে  ভন ভন
ফাগুন ফোটে ফুল ফুল
নরম শরীর তুল তুল
মুকুল গন্ধে মৌ মৌ
মধুর খোঁজে কেউ কেউ
মেঘের দেশে ঘুরে ঘুরে
চিলেরা যায় উড়ে উড়ে
আকাশে মেঘ গুর গুর
বুক যে কাঁপে দুর দুর
দিবা স্বপ্নে বারে বারে
মন ভরে তাই সুরে সুরে
কে যেন চায় ফিরে ফিরে
ব্যকুল হৃদয় বারে বারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন