
স্বপ্নের
বুকে দগদগে কঠিন ঘা
ক্লান্ত
বাতাস নরম রোদে, আচ্ছন্ন
সমৃতির গাঁ
স্মৃতির ঘর
আজ মুক্ত জানালা
চাঁদের ছায়ায়
সূর্যের তেজ, আমি উতলা ।
মনের আয়নায়
নতুন বিশ্ব,মেঘের পর মেঘ,
ভালবাসা
ফেরারী, তোমার তরে
ঝরে সবুজ আবেগ
বৃষ্টি চাই, বৃষ্টি চাই, আমি আকাশ মুখী চাতক
সমুদ্র
নিমগ্ন মন, বাড়াচ্ছে
মনের অসুখ ।।
স্বপ্নহীন
বেঁচে থাকা অর্থহীন বিশ্ব
তবুও আধেক
আলো আধেক আধারে
হৃদয়ের দাবী
মেনে
হতে চাই
নিঃস্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন