১৫ ডিসেম্বর ২০১২

ফারহানা খানম


অর্কিড
দেয়ালে অর্কিড ফুটে আছে
উপত্যকা জুরে নীল নীল ফুল
ওপারে পাথুরে দেয়ালে
ধুসর রঙে জড়ানো।
ঝুলন্ত সাঁকোয় দাঁড়িয়ে দেখছি
নিসর্গের হাতছানি ,দুরন্ত ঝর্ণার বয়ে যাওয়া
সময়ের সন্ধিক্ষনে আমি । শরীরময়
রক্তখেকো বীজাণুরা বাড়ছে দারুন , আমার হৃদয়টাও এমন
যেন অনায়াসেই ধারন করতে পারি আস্ত তুমিটাকে
জীবনের সুখ -দুঃখ সবটুকু ।
সাঁকোটা পেরোতেই হবে আজ ,
সূর্যাস্ত দেখবো
অমোঘ নিয়্তি জড়িয়ে আছে যেমন মেঘেরা জড়িয়ে
থাকে পাহাড় -চুড়া , আর ভালোবেসে পৃথিবীকে জড়িয়ে রাখে
নিশুতি রাতের জ্যোৎস্নারা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন