১৫ ডিসেম্বর ২০১২


মহান বিজয় দিবসে আক্ষরিক পঞ্চম সংখ্যা প্রকাশিত হলো অনেক প্রাণ ও সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৪১ বছর পর এসেও একজন মুক্তিযোদ্ধা পরিচয়হীন দূর্দশাগ্রস্থ জীবন বয়ে বেড়ান এমন দৃশ্য দেখতে আমাদের হয় ইয়াহিয়া বলেছিলেন , " দেশের মাটি চাই , মানুষ নয় " মাটি মুক্ত হয়েছে ঠিক তবে সেই স্বাধীনতা রক্ষার কঠিন চ্যালেঞ্জ আমরা পার হতে পারি নি হয়ত

মুক্তিযোদ্ধা নিয়ে কবি -সাহিত্যিকদের ধারালো বর্ণ ঝংকার এখনও নব প্রজন্মকে উজ্জীবিত করে স্বাধীনতা বিষয়ক গ্রন্থ , কবিতা , চলচিত্র , উপন্যাস সকল বিজয়ের যে নিখুঁত প্রেক্ষাপট ধারণ করে রেখেছে তা অনবদ্যসকল শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাসহ ১৪ ডিসেম্বর ৭১ এ গণহত্যার শিকার দেশের সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে আক্ষরিকের এ সংখ্যা

" তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না "
ঋণ শোধের প্রসঙ্গ থাক , দেশটাকে গড়ার অঙ্গিকারে অঙ্গীকারবদ্ধ হয়ে হাতে হাত রেখে পথচলা শুরু করাই কাম্যআসুন ,আমরা ১৬ কোটি বাঙালী নতুন সূর্য উদয়ে এই প্রত্যয় রাখি
                                           
                                                - আক্ষরিক সম্পাদক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন