দেলোয়ার হোসাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেলোয়ার হোসাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ সেপ্টেম্বর ২০১২

দেলোয়ার হোসাইন

গোলাম কেন প্রভূর মতো আচরণ করে

যারা আমাদের মুখের চিৎকার শুনতে পায়না
যারা আমাদের স্বপ্নের ঘ্রাণ শুঁকতে জানেনা
যারা আমাদের মনের আকুতি বুঝতে পারেনা
যারা আমাদের চোখের ভাষা পড়তে পারেনা
আমাদের গোলাম হওয়ার যোগ্যতা তাদের নাই...

তাদের কাদা ছুঁড়াছুড়ির ফসল হিসাবে রাজ্যের
দীর্ঘশ্বাস দিয়ে আমরা আমাদের ঘর ভরেছি
তাদের চোখে মুখে আগুনের ঢেউ দেখে
নোংরা জল আমাদের পিপাসার নাভী অবদি গরিয়েছে
আস্থাহীন আবেগে আমারা এখন তাদের কথা হজম করতে পারিনা...

তারা যদি মনে করে আমরা বোবা
তারা যদি মনে করে আমরা বোকা
তারা যদি মনে করে আমরা মিথ্যা
তারা যদি মনে করে আমরা অন্ধ
তাহলে তাদের পতন অনিবার্য...

তারা আমাদের প্রভূ নয়
তারা স্বীকার করে আমরাই মালিক
তাহলে গোলাম কেন প্রভূর মতো আচরণ করে...?