আমাদের মহান মুক্তিযুদ্ধ, বিজয় ও আমাদের বর্তমান প্রজন্ম ভাবনা...
প্রতিটা স্বাধীন রাষ্ট্রের একটা নিজস্ব সমৃদ্ধশালী ইতিহাস আছে ঠিক তেমনি ভাবে আমাদের এই স্বাধীন রাষ্ট্রেরও আছে সমৃদ্ধশালী ইতিহাস। যে ইতিহাসের সূচনা হয়েছিলো মহান ভাষা আন্দোলনের মাধ্যমে আর তা নানান পথ পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধে পূর্ণতা পেয়েছিলো কিন্তু আমরা বা আমাদের প্রজন্ম নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখিনি। আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়েই একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের স্বীয় চোখে অদেখা ছিলো সাধারণ বাঙ্গালীর উপর পাকিস্থানী শাসক গোষ্ঠির দমন পীড়ন শোষণ নির্যাতন অতঃপর ঐক্যবদ্ধ মুক্তিকামী বাঙ্গালীর বলিষ্ঠ প্রতিবাদ আর জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যাওয়া, ফলাফলে প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করা। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি বিকৃত গ্রন্থকীট গিলে গিলে আর বায়োজ্যেষ্ঠদের চোখে। পাঠ্য বইয়ে কোন শিক্ষা বর্ষে পা রেখে পড়েছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। সে বর্ষের পাঠ্য বইয়ে জিয়াউর রহমানকে দিয়েই মুক্তিযুদ্ধের শুরু আর তাকে দিয়েই শেষ, সেখানে অনুপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার কখনো অন্য কোন শিক্ষা বর্ষে গিয়ে পড়েছি কেবলমাত্র জাতির জনকের সুযোগ্য নেতৃত্বে মুক্তিযুদ্ধের রক্তপথ পাড়ি দিয়ে আমাদের এই দেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে নিজেকে অঙ্কিত করেছে, সে বর্ষে কেবলই জাতির জনক বন্দনা, অন্যদের অবদান ঠিক আগের মতোই ছিলো অনুপস্থিত। আমি এই স্পর্শকাতর বিষয় নিয়ে কোন বিতর্কে এই মুহুর্তে নিজেকে জড়াতে চাইনা। সত্যিটা বললে বলবো আমি অক্ষম! কারণ ক্ষমতার গদিতে যার পাছা ভর করেছে সে-ই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ছুরি চাকু চালিয়ে তারমতো করে নিয়েছে। তাই আমাদের এই প্রজন্ম, বয়সের বা শিক্ষার একেক ধাপে এসে একই মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন ইতিহাস গিলেছি, গিলে গিলে বড় হয়েছি।