৩১ আগস্ট ২০১২

নৈরিৎ ইমু

পাগলা ঘোড়ার মতই কবিতা ছুটবে একদিন

পাগলা ঘোড়ার মত কবিতা ছুটবে একদিন
যেদিন সিলিং-এর সাথে ঝুলবে আরো একটা যুবতীর লাশ
সমস্ত কান্না ফুরিয়ে গেলে মানুষ যেদিন
শোকে দুঃখেও অট্টহাসিতে গলা ফাঁটাবে
সেই দিনটি কবিতার জন্য রেখে দিলাম
যেদিন বিধবা হয়ে ঘরে ফিরবে আদরের বোনটি...

এ সমাজের লাগামহীন অপবাদে মুখপুড়ি রাক্ষুসী বদনাম নিয়ে
পাগলা ঘোড়ার মতই কবিতা ছুটবে সেই দিন ..

যেদিন নীল আকাশ গুম হয়ে যাবে
পিতৃত্বের পরিচয় দশ পুরুষে ভাগ হয়ে
সন্তানের সিদ্ধ মাংস গিলে খাবে ক্ষুধার্থ মা
সেইদিন কবিতার ভারে দিশেহারা হবে কবি ..

বাহুতে উল্কি এঁকে শার্টের বোতাম খুলে প্রদর্শিত শরীরের ভাঁজ
যুবকের মিথ্যে অহমিকায় যেদিন ঘুন ধরবে
যেদিন মানুষের গর্ভে জন্ম নিবে পিশাচের ছানা
কবিতারা সেই দিনটির জন্য অপেক্ষা করো ..

যেদিন পৃথিবীর তান্ডবলীলা দেখে লজ্জায় পুর্বের সূর্য
লুকিয়ে যাবে আবারো উদয়নের খাঁজে
চন্দ্রের ঠিক মাঝখানে একটা ফাটল
আর নক্ষত্রের আলোগুলো অনুজ্জল থেকে অনুজ্জল হয়ে ঘোলটে
যেদিন নরকীয় পৃথিবী থেকে দূরত্ব বাড়াবে সবকটা গ্রহ
ধূলো ঝড়ে নাগালহীন মায়াবী প্রেম , প্রশান্তির আঁচল
কুস্রী ,কুৎসিত মুখায়ব নিয়ে এক একজন তাড়া করবে অন্যজনে
যেদিন রক্তে মানুষ স্নান করে নিবে নিশ্চিন্ত মনে
দিকবিদিক ছুটন্ত বিবস্ত্র প্রেতাত্মার কারবালা
একএকটি কবিতা সেদিন একএকটি দেবদূত হবে
পাগলা ঘোড়ার মত কবিতা ছুটবে অবিরাম ..

1 টি মন্তব্য: