৩১ আগস্ট ২০১২

আলী রেজা

সাদা চাদরে চন্দন ঢাকা মুখ

পাল তোলা মাস্তুলের কাঁধ থেকে পচনের শুরু
সাদা চাদরে চন্দন ঢাকা মুখ
বুকজুড়ে সাদা কালো রূপছড়ি
গাব দেয়া পাটাতনে নিতম্বের জ্যামিতিক রেখা ঘিরে
পচনের লাভা নামে পিতলের মৃগনাভি তলপেটে;

ভরাকটালের মাঝ নদীতে নৌকা ভাসাই
ইলিশের রোশনাই ভেঙ্গে ভেঙ্গে ভাসি
লখাইও ভাসে কদলীবৃক্ষে ওষ্ঠে বাঁকা হাসি
কুমিরের সাথে পিরানহা’র যুগলবন্ধী
কুচি কুচি করে বেহুলার লাল পিরানের ঘের
শুশুকের গন্ধমাখা জলে কুট কুট করে কাটি
পণ্যখেকো স্বপ্নগুলি আর
বিজ্ঞাপনের ঘন কালো গুচ্ছ গুচ্ছ চুল…

1 টি মন্তব্য: