৩১ আগস্ট ২০১২

কুয়াশা

সম্ভোগ কিচ্ছা

কিছুদূর যেতে যেতে ফিরে আসে
পার্বণের শীতল শিহরণ।
কার্ত্তিকের যৌন আবেগ কুকুর মনচিত্তে,

ফুরিয়ে যায় হৈমন্তী চেতনা।

ভালবাসা, তুই নষ্ট মোহ যাতনা!
দেবীরে করে পায়ে পিষ্ট
পতিতারে কর বাসনা।

সম্ভোগের মায়াকান্নায় ভাসায়েছি ক্ষুধাছন্দের বৈতরণী।

এসো হাত ধর, ভয় পাচ্ছ?
তুমি পতিতা তাতে কি!
যজন যাজন গদ্যঘাম নিংড়ে খেয়েছ
আর কাব্যপতির হাতে ভয় পাচ্ছ !
এখানে তুমি জেগে ওঠ একবিংশ শতকের কবিতা,
শব্দের হুংকারে বাঙ্কারে বাঙ্কারে জ্বালাও
ক্ষুধামন্দার বিস্ফোরণ।
জ্বালিয়ে দাও পতিতাপতির কাছাড়ি ঘর।

আমি তোমাকে ভালবাসি অন্ধকাব্য,
ভালবাসি তোমার সদা স্নিগ্ধ হাসি আর খুনসুটে ন্যাকামী।
ম্ভোগ সম্মেলনে রুদ্র মূর্তি দেখে তোমাকে চিনে নেই
পতিতারূপী প্রিয়তমা দেবী আমার

1 টি মন্তব্য: