৩১ আগস্ট ২০১২

রাজীব চৌধুরী

শরমের প্রজাতি

আশা বুক থেকে হারিয়ে গেছে সেই দিষ্যুদ বারের জোছনা হবার কালে
এখন শুধুই অমাবস্যা থাকে মাসের শেষে ও শুরুতে
আরেকটা মাস চলে এলে- না খেয়ে থাকা ক্ষুধার্ত কুকুরের মত জিভ বের করে

বসে থাকি বেতন দাতার পায়ের দিকে মুখ তুলে।
আমার টাকা-ঘাম ঝড়ানো- শ্রম দিয়ে কামাই করা টাকা নিয়ে
ওর ছিনিমিনি খেলে- অবারিত প্রান্তর জুড়ে
আমার হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে ওরা বড় লোক হয়-
টাকার পাহাড় গড়ে ওঠে- আর আমি মাস শেষে ক্ষুধার্ত থাকি
ঘাম শুকিয়ে যাবার আগে যে শার্ট পড়ে আবার সকাল বেলা বের হই
সেই শার্টে পচন ধরে
এবং মাস শেষে বেতন দাতার দিকে ছেড়া শার্ট নিয়ে তাকিয়ে থাকি
কুকুরের মত জিহ্বাটা বের হয়ে যায়
কে বলবে আমি ও এক কালে মানুষ ছিলাম।
এখন শোষক শ্রেণী মানুষ- আর আমরা শোষিত শ্রেনী হলাম শরমেয় প্রজাতি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন