৩১ আগস্ট ২০১২

কে কে গুপ্ত

নখ

ও দিকে এলোমেলো বাতাস
উড়িও না প্রেম, ভেসে যাবে অনুভব
এ পাপ তোমার
পাপীয় পরিণয়, তাকিয়েছিলে ভুল চোখে
তবুও তো দৃষ্টি!
নগর পোড়ানো অলৌকিক বৃষ্টি
মাতাল জলজ রাত্রি
স্যাঁতস্যাঁতে ঘ্রাণে কি যে ভয়ানক সৃষ্টি!
রাত ভাঙ্গে, দিবস কাঁদে
আলোর গায়ে নীল নীল জোনাক জ্বলে
তোমার নখ কেবল ভুল পুরুষের বুকে আঁচড় কাটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন