৩১ আগস্ট ২০১২

প্রিয় দ্বীপ

প্রলাপ, যৌন কর্মীর

যৌবনে পদার্পিত হবে তুমি
অতি সযত্নে -

চোখের দেখা এই সমভূমি ,
কতটা উচু নিচু
কতটা শীতলতা কতটা দাবাদহ
পথ বেয়ে বেয়ে আমি সে জানি ।

নিজেকে এড়াতে পারিনি
কেন পারিনি, সে প্রশ্ন থাক
বরং ঝালিয়ে নিও অন্ধ সংবিধান ,
ঠগ বাজরা সহসায় বলে দিতে পারে
আছে শিক্ষা আছে বস্ত্র আছে সাম্য
আর আছে অন্ন সংস্থান ।

এমনই এক সংস্থানে আজ আমি গৌণ
মৌন আমার সুশীল বোদ্ধা ‘রা
নত সম্ভ্রম - সমাজের কাছে ,
বিদায়ে নব্য কূল
ভরা যৌবনে গড়া বাসর
বিলীন পন প্রথা’র দ্রোহে ।

নিভে গেলো বসন্তের হলদে রোঁদে
দাঁড়ানো পলাশের মাদকতা
ছুঁয়ে যাওয়া উষ্ণতা ,
আর ,আসেনি কখনো শরত
শিউলির সৌরভে
হিমেল মাখা পূর্ণতা ।

রক্তে মাংসে উজ্জীবিত তারুণ্য’ ও আজ পরাজিত
দূষিত খেটে খাওয়া প্রায়, পথ ঘাট
সঙ্গতে শ্রেণী বিন্যাসের নিত্য অস্থিরতা ,
ধমনী বেয়ে বেজে ওঠেনা প্রতিবাদী ধ্বনি
শিরা থেকে উপশিরায়
যেন সব স্পন্দনহীন রক্তের উষ্ণতা ।

অনুভব হয় আজও , নিসঙ্গতায় -
ছেড়ে আসা কৈশোরর অলীক স্বপ্নে
দুত্যিময় আহবান ,
ভাবনায় মোচর টানে , পেটে জাগে নিপীড়িত ক্ষুধা
নিশুতি সন্ধ্যায় আয়োজিত শ্মশানে
বাঁচতে জ্বালাই মন প্রাণ ।

এখানে পাঙ্গা কষি দৈহিকতায়
নিত্য আগুন্তকের মাঝে
মানুষে মানুষ নেই – সমাজে সমাজ নেই
নব নিত্য ক্লান্ত আর হতাশার বশে ।
তোমাকে তাই .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন