৩১ আগস্ট ২০১২

আব্দুল্লাহ আল জামিল

উপেক্ষিত ভাবনাগুলো

কী এতো ভাবছো বসে উপেক্ষিত কবি?

প্রত্যাখ্যাত ভালোবাসারা ইটের ভাঁজে
শুষ্ক ধুলোগুলো উড়ে চৈত্রের বাতাসে
অভিমানী মেঘগুলো ভেসে ভেসে যায়
বৃষ্টিহীন ফসলের ক্ষেতে মরে কৃষক হৃদয়।

দূরে ইটের ভাটায় জ্বলছে আগুন
কালো ধোঁয়া মেশে ধুলো আর কুয়াশায়
ইট-কাঠ-রড-বালু-সিমেন্টে জীবন
রিক্সার বেল, গাড়ির হর্ন, ইঞ্জিন, যান্ত্রিক ছন্দ।

নিসর্গ বিপন্ন আজ মানুষের হাতে
ভালোবাসারা ভীষণ প্রত্যাখ্যাত আজ
কবির ভাবনাগুলোও উপেক্ষিত হয়।

কী এতো ভাবছো বসে উপেক্ষিত কবি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন