৩১ আগস্ট ২০১২

পুণ্যশ্লোক দাশগুপ্ত

সহজ মা সিরিজ-১

সন্ধ্যেবেলা আমার আত্মা স্পর্শ করলো নতুন ফ্লেভার
সেই জিন্দেগী মিশিয়ে নিলাম এক পেগ ভোদকার সঙ্গে
দুষ্টুমির একটা রঙ আছে গানে তা মিশিয়ে নিলেন সহজ মা,
ফকিরের তৃতীয় নয়ন গাইছে আর বিলিয়ে দিচ্ছে
আড়ালের ওড়িয়েন্টাল সুর
আকাশচুম্বী এয়ার-ইন্ডিয়ার আশায় একটি ছোট্ট ঘুম
সিঙ্গাপুর হুস হুস, ফ্লাইট লুকিয়ে পড়লো মেঘে

মন পবনের নাও আমার মন পবনের নাও
গানের বিষয় আলাপনের বিষয় আমার মন পবনের নাও
তরল মেজাজে মশগুল আমাদের ললিত-কলা
বাউলের চোদ্দ-আনা,রবিঠাকুরের গান
সহজ মা ঢেউ তুলছেন আর তা থেকে শিহরণ জাগছে
কাচের প্লেটের ওপর ডিমশুদ্ধ ইলিশের পেটি
বাঙালী জীবনে কবি নিজেকে লুকিয়ে রাখুক
গৌরব লেপটে থাকুক ইনটারনেট সার্চ টাওয়ারে
আমরা গান শুনবো টাটকা ভেঞ্চার ডিমশুদ্ধ ইলিশের পেটি
আমাদের সেলিব্রিটি নিজের হাতে রান্না করে খাওয়াবেন
তাঁর রাখা ক্রকারি সেটের সাদা কথা বলবে নোলক পরা নাকের সঙ্গে
প্ল্যাটিনামে আকাশ উন্মুখ চলো তবে যাই ভোকাট্টা ঈদের ছুটিতে পদ্মা
প্যারিসের থিয়েটারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন