৩১ আগস্ট ২০১২

সরোয়ার জাহান

যন্ত্রণার স্তব্ধ প্রতীক্ষায়

দু’চোখে গভীর অতল সমুদ্র
নীল নেশায় ডুবে ডুবে
বাঁচার আশ্চর্য তৃষ্ণা

আমি জ্বলি পুড়ি তবুও
বোঝে না রক্তের ভাষা !

দুঃখ জ্বেলে দেয় সংশয়
লন্ঠন নিভে যায়
দুঃখরা পরাভূত হয়না কোন কালে
থাকে শুধু নীলের নেশা নিঃশব্দ জীবনে !

দাম্ভিক যৌবন তুমি আছো তবু
হৃদয়ের নিভৃত আলোতে আলো-ছায়ার খেলা ঘরে
অলক্ষ অভিসার তুচ্ছ বঞ্চনায় পার হয়ে
যে পথে পড়েনি মানুষের পদচিহ্ন
প্রাগৈতিহাসিক নীলিমায় দুরে বহু দূরে
আমি শুধু হেঁটে যাই নীলকান্ত অন্ধকারে!

আপন স্বরূপ ভুলে
যন্ত্রণার স্তব্ধ প্রতীক্ষায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন