৩১ আগস্ট ২০১২

এম.এইচ. তুষার

লালন হয়ে অপারে যাব

আজব কারখানার শ্রমিক হইয়া
দু'হাতে গড়ি কুজাতের জাত,
চাকরি তবে ছাইড়া দিলে
দিনের আলোয় ফুটবে রাত।
আমার খাঁচার চেনা পাখি
উড়ে গিয়ে অচীন রয়,
ওরে লালন, আমার ক্যান

সময় গেলেই সাধন হয় ?
লালন আমারে বোঝার আগেই
গিয়েছে চলে অপার ছাদে,
আমিও লালন বোঝার আগেই
পেয়েছি যাতন নষ্ট ফাঁদে।
সব কিছু আজি শূণ্য লাগে,
হারাবার বড় ইচ্ছে জাগে !
কোথায় যে হারাই?
সে পথ পাচ্ছি না খুঁজেই।
আমি ও তাই লালন হব,
লালন কে না বুঝেই।
লালনে লালনে কাটাকাটি,
একাকী চলন, একাই হাঁটি।
ওরে লালন, যদি পারিস ফিরে আয়-
আজি আত্মা বড়ই অসহায় !
এপারে তুই বসত গড়ে
খাঁচার পাখিরে ফিরায়া আন,
অপারে যাওয়ার প্রস্তুতিতে
মম হৃদয় এখন মহাশ্মশান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন