পোষা সুখ
এসব কষ্টগুলো ভেবে আমি সুখ সুখ পাই,
যখন বর্ষণমুখর সন্ধ্যা, জ্যোৎস্নাশোভিত রাত।
গল্পের ভেতর তাকে কেমন করে ফেরাব!
বুকের মধ্যে সুখ পোষা হয়ে আছে।
বনের সবুজ, মনের সবুজ
অবুজ আমি চিরদিন,
তাকে ভালবেসে পাগল হয়েছি,বদ্ধ।
আমার কিছু কষ্ট
বুকের মধ্যে জমা হয়ে আছে,
যেমন খাঁচার
মধ্যে পোষা হয়ে থাকে ঘুঘু, ময়না, টিয়া।এসব কষ্টগুলো ভেবে আমি সুখ সুখ পাই,
যখন বর্ষণমুখর সন্ধ্যা, জ্যোৎস্নাশোভিত রাত।
আমার কিছু গল্পে
স্মৃতি রো-মন্থনা আছে।
প্রিয় মানুষ চলে যাওয়ার বর্ণনা আছে।
দেহের ভেতর,ছায়ার ভেতর
ঘুমের ভেতর
মেয়েটা..গল্পের ভেতর তাকে কেমন করে ফেরাব!
দূরে যেয়ে আরো
আপন যে
না জানে সে,বুকের মধ্যে সুখ পোষা হয়ে আছে।
বনের সবুজ, মনের সবুজ
অবুজ আমি চিরদিন,
তাকে ভালবেসে পাগল হয়েছি,বদ্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন