আমি এক বিবর্ণ
ফুল
সকালের হাতে কী ফুল ফুটে আছে
দেখতে দেখতে দুপুর হল ।
বিকেলে ভোরের ফুল খুঁজতে গিয়ে
গোধূলির ফুলগুলিকেই হারিয়ে ফেললাম!
রাতের নাইট-কুইন আর
শেফালীর প্রস্ফুটনের অপেক্ষায়,বিনিদ্র রাত কাটিয়ে,
কখন যে নিদ্রামগ্ন হলাম !
খুব ভোরে ঝরে পড়া শিউলী আর
বকুলের গন্ধে চোখ মেলে চাইলাম !দেখলাম,সকাল দুপুর বিকেল আর রাতের
সব ফুল,ফোটার সময় শেষ করে,
ঝরে পড়ে শুকিয়েও গেছে !
চৈতন্যে আমিও নিজেকে আবিষ্কার করলাম
শুধু ঝরে যাওয়া নয়,শুকনো,বিবর্ণ,পরিত্যক্ত ফুলের ডালায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন