৩০ সেপ্টেম্বর ২০১২

ইন্দ্রনীল সেনগুপ্ত

দেখ বাড়িয়েছি হাত

পাইন বনের ওপর
তারা ভরা নীল আকাশে
প্রকৃতির মৃদু আঁধারে
গাছ মাটি আকাশ;
চুরমার হচ্ছে স্মৃতি,
আকাশ ভেঙে তোলপাড়
অজস্র কালো পাথর
ছুটে আসে মাটিতে,
প্রবল হাওয়ায় দিকভ্রান্ত মুখে আছড়ে পড়ে
নিজেরই এলোমেলো চুল।

ললনার নাচ থেমেছে আগেই,
থেমেছে পাখীর ডাক গানের কলি,
নিঃশ্বাসে বইছে শুধু গভীর বাতাস।

পুরুষের চোখ খুঁজে পেয়েছে তাকে,
শরীর শিউরে ওঠে ভয়ে কামনায়,
ঠাণ্ডা স্রোত নামে শিরদাঁড়ায়
সে চোখ সর্বাঙ্গ লেহন করে
অদ্ভুত স্পর্শহীন ধর্ষণে।

ভয় পেয়ো না নারী,
শক্তির আধার তুমি
আমার কিছু জমা কাজ
একা একা হাঁটার বাকি অনেকটা পথ দূরে সরিয়ে
দাঁড়িয়েছি পাশে দেখ বাড়িয়েছি হাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন