৩০ সেপ্টেম্বর ২০১২

রোখশানা রফিক

কান পেতে শোনো

বুকের ভেতর ধুকপু্‌ক, ধুকপুক......কান পেতে শো্নো।
আর একবার কান পাতলেই শো্না যাবে নিঃশ্বাসের শব্দ।
তারচেয়ে আরও সন্তর্পনে কান পেতে শো্না.........
পাহাড়ী খাদে বাতাসের শন্ শন্ আনাগো্না,
যুগল হংসমিথুনের ডানা মেলার শব্দ,
একটানা বাতাসে লাল-সবুজ নিশানের পত্ পত্ ওড়া,
গুনগুন গুঞ্জরনে ব্যস্ত মৌ্মাছির ফুলে ফুলে মধু আহরন,
শেষ বিকেলে ভ্রমরের আনাগো্না, শরতের কাশবনে
শিশিরবিন্দুর টুপটাপ ঝরে পড়া, ভরা মাঝগাঙে
ঢিল ছোড়ার শব্দ, ইদুরের খুটখাট, ময়ুরের পেখম মেলা,
উইলো্র ডালে ডালে রমণীর ক্রন্দন, চঞ্চল খরগোশের
কচকচ ঘাস চিবানো্র শব্দ, ব্যাঘ্রের আগমনে বানরের
কিচমিচ আর মায়া হরিনের সশব্দ পলায়ন,
অগনিত ঢেউয়ের তী্রে আছড়ে পড়ার ছলাৎ ছলাৎ ছল,
একাকী উদাস দুপুরে ঘু-ঘু ডাক, কৃষ্ণচূড়ার ডালে
কো্কিলের কুহুতান আর রক্তজবার ঝোপে চড়ুই পাখির
কিচির মিচির, মেরুভল্লুকের বরফজলে থৈ থৈ সাতার,
নদী্র ভাঙ্গনে মাটির ঝপাৎ আওয়াজ আর সবশেষে
বেসিনের নষ্ট কলে জল পড়ে টুপ্-টুপ্।

আরও আরও গভী্রে কান পাতলে কি যায় শো্না
রঙধনু রং প্রজাপতিদের ডানা মেলার মৃদু শব্দ?
পৃ্থিবীর জলের মেঘ হয়ে আকাশে ভেসে চলার মন্থর ধ্বনি?
আপেলের সুরভিত গো্লাপী পুষ্পের কুঁড়ি মেলার
কিংবা চেরী ফুলের অবিরাম ঝরে পড়ার শব্দ?
...............কান পাতো, কান পাতো,
আরও গভী্রে সন্তর্পনে কান পেতে শো্ন
মায়াবী এ পৃথিবীর এইসব মোহনীয় শব্দাবলী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন