প্রেম, কবিতা
১.
পাজঁরে পুষে রাখা তোর যত দীর্ঘশ্বাস বড় বেপোরোয়া
এবং বৃষ্টিপ্রবণআকস্মিক বিব্রত করে দিতে পারে নিজেকেই
জানিস তো, ভালবাসা কিংবা শরীরের ভাষা এক অভিন্ন অভিনয়।
২.
নারীর নেশাতুর নগ্ননাভি- আগ্রাসী চুম্বন
বুকের ভাজে ভীষণ শিহরণ আরো সব দুর্বোধ্য উপতক্যার পাঠ আগেই পড়ে ফেলেছি
এবার দীক্ষা নিয়েছি স্থিরতার __
ক্রমে ক্রমে শরীরে মাখছি প্রগাঢ় আধাঁর
তৃষ্ণার্ত ঠোট ভিজিয়ে নিচ্ছি জিহ্বায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন