বার্ন
দা ব্ল্যাঙ্কেট (কাঁথায় আগুন)
প্রিয় মথের
অন্তঃ দহন
ব্যাপক পোড়ন
বানায় রেশম
ক্রমেই শিল্পিত প্রজাপতি...
ওড়াউড়ি
বাউল বাতাস
জড়াজড়ি
ক্ষতি কি বলো
এবারে যদি ছিটকে পড়ি...
ক্লান্ত চরন
হৃদয় ক্ষরণ
একটা তীরেই
এপার ওপার
আর কতদিন লাইফ সাপোর্ট...
খুব কাছ থেকে ,
মরন সইছি
মরন জপছি
মরন দেখছি
উন্মুখ নিদাঘ এর মতো...
১.
তুই কি
জানিসপ্রিয় মথের
অন্তঃ দহন
ব্যাপক পোড়ন
বানায় রেশম
ক্রমেই শিল্পিত প্রজাপতি...
২.
এক
আকাশেইওড়াউড়ি
বাউল বাতাস
জড়াজড়ি
ক্ষতি কি বলো
এবারে যদি ছিটকে পড়ি...
৩.
অসুখের
সুখক্লান্ত চরন
হৃদয় ক্ষরণ
একটা তীরেই
এপার ওপার
আর কতদিন লাইফ সাপোর্ট...
৪.
কাছ
থেকে ,খুব কাছ থেকে ,
মরন সইছি
মরন জপছি
মরন দেখছি
উন্মুখ নিদাঘ এর মতো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন