৩১ অক্টোবর ২০১২

তানিয়া হোসেন

জীবনের ছবি

জীবনটাকে আজ বড় অন্যরকম লাগে,
প্রতিদিনই যেন সে নতুন সাজে সাজে!

জীবনের গতি,জীবনের ছবি পাল্টাচ্ছে প্রতিনিয়ত,
তবুও এই জীবন খুব ভালবাসি!চাইনা হতে গত!

জীবনে আসে কত সুখ আর কত আনন্দের পরশ!
তারি হাত ধরে বাধতে চাই স্বপ্নের মধুর আরশ!

জীবন মানে বুঝি ভালবাসাবাসি!জীবন মানে প্রেম!
জীবন মানে দুঃখ-বিলাস,ছবিহীন কাচের ফ্রেম

জীবনে আসে কত যে দুঃখ,হিসেব যে নেই তার!
তখন মনে হয় এই কী জীবন?কেমনে বই এই ভার?

জীবনটাকে তখন বিস্বাদ লাগে,অশ্রু যে বয়ে যায়্!
জীবনের ভার অনেক বেড়ে যায়,করি শুধু হায়-হায়!

জীবন মানে তখন শুধু মনে আসে মরনের কথা,
জীবনের চাইতে লাগে যে সজা মৃত্যুর সে ব্যথা!

আবার যখন জীবনে আসে সুখের মধুর স্পর্শ,
কষ্ট ভুলে,দুঃখ ভুলে জীবন নিয়ে করি গর্ব!

জীবন তখন অনেক দামী,অনেক মূল্যবান,
কোনকিছুর বিনিময়েও চাইনা হারাতে এই অমূল্য দান!

বড় কথা হল আমরা জানিনা জীবন কাকে বলে!
সুখকে শুধু চাই যে আমরা, দুঃখটাকে ফেলে!

কিন্তু জীবন মানে তো শুধু সুখের আবাস নয়্!
দুঃখের স্পর্শও সমানভাবে তাতে পেয়ে যেতে হয়!

জীবন মানে সুখ-দুঃখ,হাসি-কান্নার মিলন!
জীবন মানে ধোকা বোঝায়!ভালবাসাও যে জীবন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন