৩১ অক্টোবর ২০১২

সাদিক সাকলাইন সৌরভ

কেউ নেই তবু কেউ আছে

কেউ নেই তবু আচানক দেখা হয়ে যাবে কারো সাথে
 হয়তোবা উল্টোদিক থেকে আসা রিকশায় বসা
 ঠিক সায় দেবে কেউ মৃদু হেসে কোনো কোনোদিনে

 একমুখী হয়ে যাবে হয়তো চার পা তারপর থেকে
 এমনও হতে পারে- অপ্রত্যাশিত বৃষ্টির বিপরীতে
 অপ্রস্তুত কাউকে দেখে বখাটে মেঘকে বকে দেবো কয়েক ছত্র
 সাতপাঁচ না ভেবেই সে লুফে নেবে আমার একহাত হৃদপিন্ড!
 আমার বেহাত বসন্তসমূহ নিরুত্তাপ শীতের পাঁজর ভেঙে
 ঠিকই ফিরে আসবে, গুটিগুটি পায়ে এসে লুটোপুটি খাবে
ঝুলবারান্দার টাইলসে যেনো নৃত্যপ্রাণ কোমল চড়ুই

 নীলিমায় ওড়া পাখি নাকি নীল দেখে না আঁখিতে
 কমপক্ষে তার মতোন বর্ণান্ধ নই আমি
 জলের মতো স্পষ্ট দেখতে পাই পারিপার্শ্বিকতা
 কেউ নেই তবু আমাকে নিয়ে ভাবার মতো কেউ আছে
 হয়তো নেপথ্যে কিংবা বিগলিত ক্লেদের বিজন সৈকতে
 পায়চারিরত সে একজন কেউ দূরবর্তীনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন