৩১ অক্টোবর ২০১২

মৌ দাশগুপ্তা

স্ত্রীধন

জীবনের সায়াহ্নে পৌঁছে জীবনবাবুর মনে হল, ঢের কাজ করা হয়েছে এবার তবে
আরাম করে স্থিতু হওয়া যাকশুধুমাত্র পরিশ্রম আর সৌভাগ্যের হাত ধরে এতবছর
জীবনের সাথে ইদুঁরদৌড় আজ তিনি ক্লান্তসাইকেল নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে
শাড়ী ফেরি করা কিশোর আজ প্রতিষ্ঠিত বস্ত্র-ব্যবসায়ীকিন্তু লাভের
গুড়টা আর খায় কে?

অতএব, চাই একটি ঘরনীযা ভাবা,তাই কাজ অনতিবিলম্বে ফাঁকা ঘরে সানাইয়ের
মধুর সুরমধুরাতপ্রৌঢ় জীবনবাবু বাসরঘরে কিছুটা জাঁক করেই তরুণী সুন্দরী
স্ত্রীকে বললেন,
-দেখেছো তো, ঘর আমার বেবাক ফাঁকা, তুমিই আমার ফাঁকা ঘরে লক্ষ্মী হয়ে
এলে আমার যা কিছু আছে সব- তো তোমার স্ত্রীধন দেখো বাপু, আমি কিন্তু
খুব স্পষ্ট কথার মানুষ বয়সে শরীরটা হয়তো বেগড়বাই করবে, স্ত্রীসুখ
হয়তো তুমি পাবেনা, তবে তোমার টাকা-পয়সা গয়না-গাঁটিতে কোন অভাব
থাকবেনা আজ আমাদের মধুরাত, তা তুমি কি চাও আজ আমার থেকে? বলো , বলোই না,
লজ্জা পাবার তো কিছু নেই

লাল চেলী, সোনার গয়না জড়ানো বউ হয়তো বললো, "আমার সৌভাগ্য" , কিন্তু
জীবনবাবু স্পষ্ট শুনলেন নতুন বউ অস্ফুটে বললো, "আমার বৈধব্য"
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন