মলিন ভাবনা
ধুয়ে যাবে তোমার সব বিতৃষ্ণা গুলো ।
রঙিন হয়ে যাবে তোমার সব ক্লান্তিগুলো ।
মুছে যাবে তোমার সব ভয় গুলো ।
শীতল হয়ে যাবে তোমার সব দহন গুলো ।
মলিন হয়ে যাবে তোমার সব ভাবনা গুলো ।
মেঘে ঢাকা আকাশ ছিঁড়ে দেখো
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকো ধুয়ে যাবে তোমার সব বিতৃষ্ণা গুলো ।
বৃষ্টির পরে আকাশে তাকিয়ে দেখো
রংধনুকে কে আলাদাভাবে সাজাতে থাকো রঙিন হয়ে যাবে তোমার সব ক্লান্তিগুলো ।
জোছনা রাতে অপরূপ চাঁদটাকে দেখো
চাঁদের কলঙ্কটাকে নিয়ে ভাবতে থাকো মুছে যাবে তোমার সব ভয় গুলো ।
প্রখর শীতে ভোরের আলোকে দেখো
শিশির ভেজা ঘাসের উপর হাঁটতেও থাকো শীতল হয়ে যাবে তোমার সব দহন গুলো ।
শীতের উষ্ণতায় গাছের পাতা ঝরতে দেখো
বসন্তে নতুন ফুল ফোটাতে থাকো মলিন হয়ে যাবে তোমার সব ভাবনা গুলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন