স্মৃতির নাই ইতি
স্মৃতি তুমি বেদনা ,
স্মৃতি তুমি কেঁদোনা,
স্মৃতি তুমি হাসোনা,
স্মৃতি তুমি যাতনা ।
স্মৃতি থাকে পাশে,
স্মৃতি আসে কাছে,স্মৃতি ভাষা বুঝে,
স্মৃতি ভেসে আসে ।
স্মৃতি ছবি আঁকে,
স্মৃত ছন্দ লিখে ,স্মৃতি ইতিহাস বলে,
স্মৃতি ছায়াতে চলে।
স্মৃতি চারপাশে ,
স্মৃতি স্বপ্নে আসে,এটাই স্মৃতির রীতি,
স্মৃতির নাই ইতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন