১৫ ডিসেম্বর ২০১২

অনুপ দত্ত

ও শেফালী

ও শেফালী,
তুই কি রোজ নিজের ঝরে পড়ার শব্দ শুনে যাস
সে শব্দ শোনে রোজ সকালে আপন মনে দীর্ঘ সবুজ ঘাস
দু হাত বাড়িয়ে তোকে পাবার আশায়
রোজ সকালে শিশির জলে নিজের শরীর ধুয়ে রাখে
ও শেফালী, তুই বল না …… এ কি কম বড় প্রেম !

ও শেফালী, তুই কি জানিস
সে ব্যথা মধুর ব্যথা, সবুজ ঘাসের শব্দ শোনা উত্ফুল্লতায় 
একাগ্রতা নিবিড় নিমেষ শব্দ কথায় শব্দ কথায়
নীলাকাশ থমকে দাঁড়ায় সাদা মেঘে ঈশান কোনে
চমকে বাতাস দাঁড়িয়ে পড়ে নীরবতায় বিশাল কোনে
ফিস ফিসিয়ে সবাই বলে..
কোন শব্দ নয় কোন শব্দ নয়
শব্দের আধারে নিঃশব্দ নিপুন 
কোন অঙ্গন যেন না সাজে
কোন ব্যন্জন যেন না বাজে
কোন পরিসর যেন না রাজে

ও শেফালী, তুই শুধু ভালবাসা নিবন্ধ শব্দ কর
দ্যাখ, তোর শব্দ পেয়ে রোজ সকালে 
শরত্ শিশির মুগ্ধ স্নানে ঘাসের শরীর পূন্য হয় 
তোর গন্ধ পাগল ঘাসের শরীরে সশব্দ ভালোবাসা জাগে

ও শেফালী…… 
ঘাসের শরীর সবুজ রাজেতোর সাদা জাফরানী রং তুলতুল সাজে
আহা, নরম সরল গন্ধ বিধুর….আহা, কি সুন্দরকি সুন্দর 
ও শেফালী, বল না…..এ কি কম বড় প্রেম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন