১৫ ডিসেম্বর ২০১২

রোখশানা রফিক

ফিলিস্তিনের আকাশ আজ ভারী

এ্যাম্বুলেন্স, সাইরেন------গগনবিদারী চিৎকার,
দিকে দিকে শুধু অসহায় মানুষের হাহাকার।
চলছে বোমাবর্ষন----মরছে নারী, শিশু, যুবক,
স্তম্ভিত বিশ্ব বিবেক কিভাবে বইবে এ শোক?

রক্তের নহর, বোমার স্পি্লন্টা্র সারাদেহে,
নিরপরাধী্র রক্তে যেন নুহের প্লাবন বহে।
আহতদের আর্তনাদ, নিহতদের স্ব্জনের আহাজারী,
বিলাপে বিলাপে ফিলিস্তিনের আকাশ হয়েছে ভারী।

কাঁদছে প্যা্লেষ্টাইন, জ্বলে-পুড়ে অঙ্গার তার হৃদয়,
লুন্ঠিত মানবতা, দিকে দিকে পশুশক্তির জয়।
জালিম ইসরাইল আর তার জুলুমের হোক লয়।
বিশ্ব মানবতা আজ নয় কাল জেগে উঠবেই,
ফিলিস্তিনের ঘরে ঘরে শান্তির সুবাতাস বইবেই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন