১৫ ডিসেম্বর ২০১২

এমদাদুল আনোয়ার

বিরল নীরবতা

ভালবেসে তোমাকে এনেছি আমি
শব্দহীন এই গন্ধাচ্ছন্ন বাতাসের কাছে 
সমস্ত দক্ষিন-ই ঝুঁকে আছে দেখো
মন দিয়ে শোনো; কান দিয়ে নয়
ভালবাসার শব্দ এরকম-ই হয়।

কেউতো বলেনি,
“সাগরের ঢেউ কিনারে এসো”
এত কাছে এসে তবু কেন তারা থেমে রয়েছে----
তুমি কি ভেবেছো কখনো?
এবং পাখিরা চঞ্চল যারা
ভুলে গেছে কেন গান?
শুধু তাই নয়
বিশ্বকর্মা স্বয়ং ব্রহ্মাও পেতে আছে কান।

নীরবতা শোনো যমুনা পাড়ের চ্যানেলে
মৃত্যুর মত নিরবতা শুধু---মেলেনা এমন
কানুর পীরিতি না হলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন