১৫ ডিসেম্বর ২০১২

আলী রেজা

মৃত্য নগরী

ঝিঁ ঝিঁ পোকার ধারালো দাঁত
সন্ধ্যার চাদরটাকে কাটতে থাকে;
গেরুয়া কুয়াশা সরিয়ে 
তুমি ভিতর বাড়ীতে পৌঁছে দ্যাখো
বৃক্ষের গোপন কন্দরে ঘুঘুর প্রসারিত ডানা,
মৃত নগরীর কঙ্কালে নিগূঢ় সূর্যালোক,
পথভোলা মানুষের ফিসফাস আওয়াজ-
রাত্রির তৃতীয় প্রহরে আকাশে
দেখা যাবে কি পথের দিশা?

চান্দ্রবিষে নীল নোনা অবসাদে নিমজ্জিত
আবারো জেগে উঠি প্রাত্যহিক বাহানায়
কোথায় ফেলে যাবে হৃদপিন্ডের রক্ত বুদ্বুদ
উধাও নিবিড় পরিচর্যার খাঁচা তবুও রয়ে যায়
চারপাশে জীবনের দহনবেলার রেশটুকু
শেষ আলোর ইশারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন