চৌধুরী ফাহাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৌধুরী ফাহাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ সেপ্টেম্বর ২০১২

চৌধুরী ফাহাদ


শরৎ প্রার্থনা- ১

তারার উঠান-জ্যোৎস্না বাগান
তোমায় দিলাম তোমার করে,
শুভ্র ভেলায় পেঁজা মাদল
সেও রইলো তোমার ঘরে,
ঘাসের দানায় সোনাঝিলিক
মাতাল ছবি-শিশির রবি,
মন জুড়ানো পশলা পরশ
তোমার করে থাকুক সবই
শীতের সকাল চৈতালি প্রাণ
কদম তলার রেণুবাগান
রঙিন পাখার সবকটা গান
থাক সে হয়ে তোমারই ঘ্রাণ
পদ্মদীঘির নীল মণিহার-
মত্ত আকাশ, সবটা তোমার,
নীল ছোঁয়া যে কাশের ঋতু
শুধু শরৎটুকু রেখো আমার


শরৎ প্রার্থনা- ২

খুব বেশি জল চাইনে মেঘ
না দাও অঝোর বৃষ্টি,
ঝিরঝির মনোহর কিছু থাক অবিরল
ভিজে যাক দৃশ্যদৃষ্টি
খুব বেশি রঙ চাইনে আকাশ
না থাক সাতরঙ সমুদ্র,
গগণের তরী ভেসে থাক ঘুড়ি
মিহিন মাখন শুভ্র
খুব বেশি নীল না হোক অসীম
না থাক টলটলে সরোবর,
সবুজ বনানী হোক তারুণ্যবানী
দ্বীপ জ্বেলে বুকের গহীন স্বর
খুব বেশি সুবাস না হোক বাতাস
না হোক কমল কানন,
ক্ষণিকের শ্বাসে ভেসে যাক রাত
বিশ্বাসে জেগে থাক মন
থোকা থোকা জলে মৃদু কোলাহলে
দোলে যাক মাটির সাদা,
রোদ্দুর পথে সাদা সাদা কাশে
জেগে থাক মনে শুভ্র ধাঁধাঁ
খুব বেশি শুদ্ধতা চাইনে পৃথিবী
না দাও অসীম স্বপ্ন,
এই শরতের রেশ ভরে থাক দেশ
সাদা মন হোক শুভ্রতা মগ্ন

৩১ আগস্ট ২০১২

চৌধুরী ফাহাদ

সব দিন নষ্টদের অধিকারে

মানব মর্ম ক্ষয়ে যাওয়া চর্ম
সাম্যের মাঝে জ্যান্ত গণ্ডগোল,
হাতে রাখা হাত বিরাট তফাৎ
ছাড়লেই ধূতে হয় যত ধূল।
একদেহে একস্রোত একটাই আদল
সবপ্রাণ একরঙ, লাল বা মেরুন,
ঠোঁটের বাণী শুধু মুখের শোভা
স্বার্থের দ্রোহে জেগে উঠে খুন।
তুমি- আমি ভাই ভাই
মানুষের জন্য মানব জন্মই মূল,
দেহে যার রাঙা কদাকার
চোখ ফেরালেই সে চক্ষুশূল।
ভরা পেট ভরে ভূরিভোজে
সংযমে বাজে সংহার ঢোল,
চর্মসার বুক কাঁদে হাড়দাঁতে
জীর্ণ হাতের নেই কোন কূল।
সততার বাণী মৌখিক চর্বণ
অন্তরাত্মায় ভরা বিষাক্ত বোধ,
আছে যার, তার রক্ষিত অধিকার
শূন্য থালায় শুধু জাগ্রত ক্রোধ।
ধর্ম কাঁদে ধার্মিক দণ্ডে
গোঁড়াদের মাঝে বিলুপ মহান,
স্বার্থের কলে শিরচ্ছেদ হয়ে
আঁধারে আড়াল শান্তির মান।
জ্ঞানপাপীদের মিছিলে জ্ঞানী যত
গুণীর গলায় সজ্জিত ফাঁস,
বাণিজ্যের বেদমন্ত্রে জংধরা
জ্ঞানীর বর্ম, কলমের ত্রাস।
কিছু প্রাণ কাঁদে অনির্বাণ
জন্মই তাদের জন্মের দোষ,
জন্মাবধি পায় বিসর্জন বান
তবু জাগতে নেই তাদের রোষ।
শুরু থেকে আজ, সবদিন
ছিল শুধু নষ্টদের অধিকার,
তেমনি আজও তারা অক্ষয়
অধিকারে আছে নষ্টরা দুর্বার।


(বেশ কিছুদিন ধরে হুমায়ূন আজাদ এর একটা লাইন মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার...
"আমি জানি একদিন সব কিছু নষ্টদের অধিকারে যাবে"
আমার বলতে ইচ্ছে করে...
"সব দিন নষ্টদের অধিকারে ছিল, সব দিন নষ্টদের অধিকারে আছে" )