শরৎ
প্রার্থনা- ১
তারার উঠান-জ্যোৎস্না বাগান
তোমায় দিলাম তোমার করে,
শুভ্র ভেলায় পেঁজা মাদল
সেও রইলো তোমার ঘরে,
ঘাসের দানায় সোনাঝিলিক
মাতাল ছবি-শিশির রবি,
মন জুড়ানো পশলা পরশ
তোমার করে থাকুক সবই।
শীতের সকাল চৈতালি প্রাণ
কদম তলার রেণুবাগান
রঙিন পাখার সবকটা গান
থাক সে হয়ে তোমারই ঘ্রাণ।
পদ্মদীঘির নীল মণিহার-
মত্ত আকাশ, সবটা তোমার,
নীল ছোঁয়া যে কাশের ঋতু
শুধু শরৎটুকু রেখো আমার।
শরৎ প্রার্থনা- ২
খুব বেশি জল চাইনে মেঘ
না দাও অঝোর বৃষ্টি,
ঝিরঝির মনোহর কিছু থাক অবিরল
ভিজে যাক দৃশ্যদৃষ্টি।
খুব বেশি রঙ চাইনে আকাশ
না থাক সাতরঙ সমুদ্র,
গগণের তরী ভেসে থাক ঘুড়ি
মিহিন মাখন শুভ্র।
খুব বেশি নীল না হোক অসীম
না থাক টলটলে সরোবর,
সবুজ বনানী হোক তারুণ্যবানী
দ্বীপ জ্বেলে বুকের গহীন স্বর।
খুব বেশি সুবাস না হোক বাতাস
না হোক কমল কানন,
ক্ষণিকের শ্বাসে ভেসে যাক রাত
বিশ্বাসে জেগে থাক মন।
থোকা থোকা জলে মৃদু কোলাহলে
দোলে যাক মাটির সাদা,
রোদ্দুর পথে সাদা সাদা কাশে
জেগে থাক মনে শুভ্র ধাঁধাঁ।
খুব বেশি শুদ্ধতা চাইনে পৃথিবী
না দাও অসীম স্বপ্ন,
এই শরতের রেশ ভরে থাক দেশ
সাদা মন হোক শুভ্রতা মগ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন