৩১ আগস্ট ২০১২

মোরশেদা খানম

জীবনের লেনদেন

একটা মৃত্যু ভয় আমায় স্পর্শ করে প্রতিনিয়ত ,
গ্রাস করে আমার চিন্তা চেতনা এবং আমার অস্তিত্বকে ,
তাড়া করে ক্লান্ত দুপুরের অশান্ত প্রহরে !
ছোটাছুটি করে আমার স্বপ্নের আঙিনায় ,
যেনবা আমায় বাঁচতে দিবেনা কিছুতেই !

আমার আত্মাটা ছড়িয়ে দিবে
ঐ দূর নীল দিগন্তে কিংবা
গৌধূলীর স্বপ্নময় লালিমায় !!

প্রাণহীন পড়ে থাকা নিথর দেহটা
পরমুহুর্তেই মাটিচাপা দিবে নিঠুর হাতে ,
হয়তোবা কিছুটা চিত্‍কার কান্নাকাটি
হৈ হুল্লোড় কিংবা ....
প্রিয়জনের স্মৃতির সাগরে অবগাহন !
তারপর ?...?

সব ভুলে গিয়ে সময়ের ডানায়
অস্থির মানুষের ছুটাছুটি !

অতৃপ্ত আত্মাটা ফিরতে চায়
কয়েক মূহুর্তের জন্য
সেই না ফেরার দেশ থেকে এই অকৃতজ্ঞ ধরনীতে ,
বুঝে নিতে জীবনের সকল লেনদেন ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন