৩১ আগস্ট ২০১২

অনুপম দাশশর্মা

অবশেষে নৌকা ভাসে

অনেকদিন পর ঝরঝরিয়ে হাসলে
খোলা পিঠে তুষারপাত
ভরা যৌবন দাপানো শরীর কাঁপিয়ে
চারিদিকে নেচে ভাসলে,
আশেপাশে গাছে গাছে এখন সোঁদা ক্যানভাস
কতগুলি চড়াই ক্লোরোফিলের সুবাস মেখে
ডুবন্ত সুর্যের ফিকে দাপট গুনছে।
বহুদিন এমন আদুরে ভালবাসনি
বিষণ্ণ মুখে মেঘ নর্তকী মুখ ফিরিয়েছে দখিনের
বারান্দার বেকার কবির বাঁধানো খাতায়,
আজ, সারাদিন সেতারের গ্রন্থি ঝংকারে
মিলিয়েছ তাল ঝমাঝম বর্ষা প্রপাতে।

এসো, এবার শব্দকুঞ্জে মিশে যাও মৃগনাভির ঔরসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন