অনুপম দাশশর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুপম দাশশর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ ডিসেম্বর ২০১২

অনুপম দাশশর্মা

অনুভবে

অনুভবের অস্তিত্ব এতটাই প্রভাবশালী
যোজন স্থাপত্য না দেখলেও 
আকাশ সেজে ওঠে মুক্তোদানায়
ধোঁয়াশা ছায়াপথে শুধুই ভাবের
সাঁচীস্তুপ,
মন্দ্রগতিতে যতই বিসমিল্লা খান ভাসান কেয়াপাতা
সুতীক্ষ্ম অবয়ব আলাদা ভঙ্গিমায় শব্দ সাজায়
যত বেশী ভোলানর প্রয়াস ভরা দুপুর
ততই বর্ণফণা ঝলমলিয়ে ওঠে,
নিরহঙ্কার হীরামন স্বয়ুম্ভ সৃষ্টি স্বাদে
শিউলিফুলের মালা গাঁথে অনুভবের
অলীক তবু শক্তিধর সম্পদে।

৩১ অক্টোবর ২০১২

অনুপম দাশশর্মা

 অন্য লড়াই

 যুদ্ধে নেমেছি জানি, তাই চাইছি সোজা নজর
 যাঁরা ভেবেছিল কুড়ি ঘুমবেই মাঝরাতে নয়
 এমনকি ভরা দুপুরে,

 অজস্র ফণা হেলায় হারিয়ে সেই সোনালী বিকেল
 পলাশ ঠোঁটে তুলে নেয় কলমদানী
 আত্মসাধনায় কার হিম্মত পেছবে চৈত্র তাপ!
 জানে না ওঁরা চোখের পিছনে অহরহ জেগে
 চেতনার তৃতীয় নয়ন
 বিষাদ কি ক্ষোভ শুধুই পণ্য জনগণ সমবোধে?
 আমার ভিতরে দূর্বাসা ফোঁসে শব্দের অধিকারে
 কখন কি মন বাড়ায় না হাত কোন অনামিকে দিকে
 জৈব শ্রান্তি খুঁজে নেয় ক্রোড় নিভৃত মনাকাশে
 সাহিত্যের কৃষ্টি খোলা সব জানালার বুকে
 শুধু বুঝে নিও ফেরাও যদি মারবে বাংলা মা'কে..!

৩১ আগস্ট ২০১২

অনুপম দাশশর্মা

অবশেষে নৌকা ভাসে

অনেকদিন পর ঝরঝরিয়ে হাসলে
খোলা পিঠে তুষারপাত
ভরা যৌবন দাপানো শরীর কাঁপিয়ে
চারিদিকে নেচে ভাসলে,
আশেপাশে গাছে গাছে এখন সোঁদা ক্যানভাস
কতগুলি চড়াই ক্লোরোফিলের সুবাস মেখে
ডুবন্ত সুর্যের ফিকে দাপট গুনছে।
বহুদিন এমন আদুরে ভালবাসনি
বিষণ্ণ মুখে মেঘ নর্তকী মুখ ফিরিয়েছে দখিনের
বারান্দার বেকার কবির বাঁধানো খাতায়,
আজ, সারাদিন সেতারের গ্রন্থি ঝংকারে
মিলিয়েছ তাল ঝমাঝম বর্ষা প্রপাতে।

এসো, এবার শব্দকুঞ্জে মিশে যাও মৃগনাভির ঔরসে।