স্পর্শের অনুকম্পায়
ঝড় হোক উথাল পাথাল
আকন্ঠ নিমজ্জিত হবো ঝড়ে উত্তাল সমুদ্রেশান্তি নেই আর জীবনে !
পরজীবীদের নিষ্ঠুর চোখ
উত্তাল সমুদ্র উথাল পাথাল ঝড়তীক্ষ্ণ চিৎকারে ভেসে আসে চিল,
দেখি বিস্ফোরিত বিপ্লব হৃদয়ে হৃদয়ে
সমুদ্রে ফসফরাসের মতো জ্বলে ওঠে প্রিয় নারীর দৃপ্ত শরীর !
আগুন লাগে হৃদয়ে শরীরে আমার
কাকে বোঝাব,
কেন ভাসায় ঘর অকালে বৃষ্টি ?
কেন ডাকে আমায় সন্ধ্যাবেলা ?
অনিশ্চয়তার অন্বেষণে তবু দু’টি হৃদয়
শৃঙ্খল মুক্ত ভালোবাসায় চায় দুরন্ত শান্তি !
স্পর্শের অনুকম্পায় নারীর বুকেও নামে বৃষ্টি,
দুরন্ত ঝড় বজ্রের হাঁক ডাকে
ঘুমিয়ে যায় গত জন্মের ক্রোধ !
ঠোঁটে চাঁদ ধরে ফিরে আসে প্রিয় নারী
মেঘের ধূম্র জটা খসে খসে পড়ে
তোমার আমার স্বপ্ন চূড়ায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন