৩১ আগস্ট ২০১২

পরিবর্তিত বিশ্বের সাথে সংগতি রেখে চলে তারাই, যারা আধুনিক। সময়ের দাবীতে তাই পথচলা শুরু হয়েছে "আক্ষরিক শিল্প ও সাহিত্য ব্লগজিন" এর। সাহিত্য মানুষকে বাঁচতে শেখায়। সাহিত্য জানে কীভাবে মনুষ্যত্বকে উপলব্ধি করা যায়। সাহিত্য মানুষকে অমরত্ব দিতে জানে।যারা সাহিত্য করে, সাহিত্য খায়, সাহিত্য গায়, সাহিত্য পড়ে কিংবা শুধুমাত্র দূর থেকে সাহিত্যকে অনুসরণ করে সবাই আক্ষরিকের ছায়ায় জমায়েত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা জানি, ভালো কিছুর কদর করতে আমরা পিছিয়ে থাকি না কখনো। তাই, সাহিত্যপ্রেমী পাঠক এবং লেখকের উন্মুক্ত মঞ্চ হবে আক্ষরিক, আমরা এই আশায় দিন গুনছি প্রতিনিয়ত। প্রযুক্তির উৎকর্ষতায় অন্তর্জালের এই সুবিশাল জগতে আক্ষরিক একটি পরিবার হয়ে থাকবে, আমরা আন্তরিকভাবে এই স্বপ্নই দেখছি। পাঠক এবং লেখক ছাড়া একটি সাহিত্য ব্লগ কখনোই টিকে থাকতে পারবে না। সব ধরনের পাঠক ও লেখক তাঁদের প্রচেষ্টা দিয়ে আক্ষরিককে ছড়িয়ে দেবে, এবং আশা করছি তাঁরা নিজেরা নিজেদের কাজ দিয়ে ছাড়িয়ে যাবেন আক্ষরিককেও। আক্ষরিক এর সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।


জুয়েল দেব
সম্পাদনা উপদেষ্টা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন